ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন | ছবি: এখন টিভি
2

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) বিকেলে একইসঙ্গে ১৮টি হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে।

এখন টিভিকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম খান পান্না।

এর আগে ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনকে প্রধান করে ১০ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সেই ১০ জনের পক্ষ থেকে নির্বাচনী তফসিল ঘোষণা করার কথা।

এদিকে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য জানান, ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে মোট ছয়টি কেন্দ্রে হবে ডাকসু নির্বাচন।

সবশেষ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন। এর আগে সবশেষ ডাকসু নির্বাচন হয় ২০১৯ সালে।

এসএস