ইংলিশ ক্লাব টটেনহ্যাম ছাড়ার ঘোষণা হিউয়েন-মিন সনের

হিউয়েন-মিন সন
হিউয়েন-মিন সন | ছবি: সংগৃহীত
0

দীর্ঘ ১০ বছর পর ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন এশিয়ান ফুটবলের পোস্টার বয় হিউয়েন-মিন সন। দক্ষিণ কোরিয়ার এই তারকা জানালেন, এই গ্রীষ্মেই ক্লাব ছাড়বেন তিনি।

প্রাক-মৌসুম প্রস্তুতিতে বর্তমানে সনের নিজের দেশ দক্ষিণ কোরিয়াতেই অবস্থান করছে টটেনহ্যাম। সেখানেই নিজের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানান হিউয়েন মিন সন। চলমান দলবদলের মৌসুমেই নতুন ঠিকানা খুঁজে নিতে আগ্রহী তিনি।

যদিও ঠিক কোন ক্লাবে সন পরের মৌসুম পার করবেন, তা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। গুঞ্জন রয়েছে, ইউরোপিয়ান ফুটবল থেকেই বিদায় নিচ্ছেন তিনি। নতুন গন্তব্য হতে পারে সৌদি আরব কিংবা যুক্তরাষ্ট্রের কোনো ক্লাব।

অবশ্য যুক্তরাষ্ট্রের লিগে লস অ্যাঞ্জেলস এফসি সনকে দলে নেয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে।

সেজু