জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ এর কেন্দ্রীয় সংসদে এখন পর্যন্ত ৩২টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এতে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৪৬০ ভোটে এগিয়ে রয়েছেন।
ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ৩২ কেন্দ্রের ভোট গণনা শেষে পেয়েছেন তিন হাজার ৪২৩ ভোট। ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন তিন হাজার ৮৮৩ ভোট।





