সরাসরি আপডেট

জকসু নির্বাচন-২০২৬
জকসু নির্বাচন-২০২৬ | ছবি: এখন টিভি
5

সরাসরি: জকসু নির্বাচন ২০২৫

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫। গতকাল (মঙ্গলবার, ৬ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হয়ে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ। এদিন বিকেলে শুরু হওয়া ভোট গণনা আজও (বুধবার, ৭ জানুয়ারি) দিনভর চলছে।

৩২ কেন্দ্রে ভিপি-জিএস পদে এগিয়ে শিবির প্যানেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ এর কেন্দ্রীয় সংসদে এখন পর্যন্ত ৩২টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এতে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৪৬০ ভোটে এগিয়ে রয়েছেন।

ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ৩২ কেন্দ্রের ভোট গণনা শেষে পেয়েছেন তিন হাজার ৪২৩ ভোট। ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন তিন হাজার ৮৮৩ ভোট।

ভিপি-জিএস পদে এগিয়ে শিবির প্যানেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ এর কেন্দ্রীয় সংসদে এখন পর্যন্ত ২৬টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এতে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৩৫১ ভোটে এগিয়ে রয়েছে।

ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ২৬ কেন্দ্রের ভোট গণনা শেষে পেয়েছেন তিন হাজার ১৩ ভোট। ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন তিন হাজার ৩৬৪ ভোট। তিনি রাকিবের চেয়ে ৩৫১ ভোটে এগিয়ে আছেন।

২৩ কেন্দ্রে ভিপি-জিএস পদে এগিয়ে শিবির প্যানেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ এর কেন্দ্রীয় সংসদে এখন পর্যন্ত ২৩টি কেন্দ্রের ভোট গণনায় ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ১২৮ ভোটে এগিয়ে রয়েছে। ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ২৩ কেন্দ্রের ভোট গণনা শেষে পেয়েছেন দুই হাজার ৬৯১ ভোট। ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন দুই হাজার ৮১৯ ভোট।

এছাড়া প্রাপ্ত ২৩ কেন্দ্রের ফল অনুযায়ী জিএস পদে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ। তিনি দুই হাজার ৯৮০টি ভোট পেয়েছে। আর ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কোবরা পেয়েছেন এক হাজার ২৫১ ভোট। খাদিজাতুল কোবরার চেয়ে এক হাজার ৭২৯ ভোট এগিয়ে রয়েছে আব্দুল আলিম।

জিএস পদে এগিয়ে শিবির সমর্থিত আলিম

সবশেষ প্রাপ্ত ২০ কেন্দ্রের ফল অনুযায়ী জিএস পদে ১৫৮ ভোটে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ। তিনি দুই হাজার ৪৮৫টি ভোট পেয়েছেন। আর ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কোবরা পেয়েছেন এক হাজার ৮৭ ভোট।

এদিকে ভিপি পদে এ কে এম রাকিব ছাত্রশিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলামের চেয়ে ৮৮ ভোটে এগিয়ে আছেন। রিয়াজুল ইসলাম ২০টি কেন্দ্রে দুই হাজার ৩১৬ ভোট পেয়েছেন। ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিবের পেয়েছেন দুই হাজার ৪০৪ ভোট।

২০ কেন্দ্রে এগিয়ে ভিপি প্রার্থী রাকিব

জকসু ও হল সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ২০টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। সবশেষ পাওয়া তথ্যানুযায়ী, ভিপি পদে এগিয়ে আছেন ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম ইসলামের চেয়ে ৮৮ ভোটে এগিয়ে আছেন।

আজ বিকেল সাড়ে ৪টার দিকে জকসুর ৩৯ কেন্দ্রের মধ্যে ২০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম ২০টি কেন্দ্রে দুই হাজার ৩১৬ ভোট পেয়েছেন। এদিকে ৮৮ ভোট বেশি পেয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিবের ভোট ২ হাজার ৪০৪।

এদিকে প্রাপ্ত ২০ কেন্দ্রের ফল অনুযায়ী, জিএস পদে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ। তিনি দুই হাজার ৪৮৫টি ভোট পেয়েছে। আর ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কোবরা পেয়েছেন এক হাজার ৮৭ ভোট।

১৮ কেন্দ্রে ভিপি পদে এগিয়ে ছাত্রদলের রাকিব

জকসু ও হল সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ১৮টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এ পর্যন্ত ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব ছাত্রশিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলামের চেয়ে ২৫ ভোটে এগিয়ে আছেন।

আজ (বুধবার, ৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জকসুর ৩৯ কেন্দ্রের মধ্যে ১৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম ১৮টি কেন্দ্রে দুই হাজার ১২৯ ভোট পেয়েছেন। এদিকে ২৫ ভোট বেশি পেয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিবের ভোট দুই হাজার ১৫৪।

১৪ কেন্দ্রের ভোট গণনা শেষ, ভিপি পদে এগিয়ে রাকিব

জকসু নির্বাচনে সর্বশেষ ১৪টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। প্রকাশিত ফলাফলে ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছেন। অন্যদিকে জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। আজ দুপুর ২টা পর্যন্ত পাওয়া ফলে নির্বাচন কমিশন এ তথ্য ঘোষণা করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত একেএম রাকিব পেয়েছেন মোট ১ হাজার ৬৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪২৪ ভোট।

এ হিসাবে একেএম রাকিব ২৪৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। বর্তমানে তিনি ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে আছেন।

জকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে

জকসু নির্বাচনের ভোট গণনা শেষে ফল ঘোষণা চলছে। আজ বেলা ১২টা পর্যন্ত ফল ঘোষণা চলছিল।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা বন্ধ হয়ে যায়। নির্বাচন কমিশনার শহীদুল ইসলাম জানান, দুটি মেশিনে দুই রকম ফলাফল দেয়ায় ভোট গণনা বন্ধ রাখা হয়।

পরে নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস এবং এজিএস প্রার্থীদের সঙ্গে আলোচনার পর মধ্যরাত রাত সাড়ে ১২টার পর ভোট গণনা শুরু হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ভোট গণনা করা হয়।

শিক্ষার্থী সংসদে ৬৫ ও হলে ৭৭ শতাংশ ভোট

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু ও হল সংসদ নির্বাচনে শিক্ষার্থী সংসদে ৬৫ ও হল সংসদে ৭৭ শতাংশ ভোট পড়ে। গতকাল বিকেল সাড়ে ৩টায় ভোটগ্রহণ শেষ হয়।

এদিন সকাল ৯টা থেকে শুরু হওয়া এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের মোট ১৬ হাজার ৫০০ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা ছিল। ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি একটি হল সংসদে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান।

আসু