সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

সমুদ্রবন্দরগুলোতে স্থানীয় সতর্ক সংকেত
সমুদ্রবন্দরগুলোতে স্থানীয় সতর্ক সংকেত | ছবি: সংগৃহীত
0

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এ অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপটি মোংলা সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৫০ কিলোমিটার পশ্চিম- দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।

সাগর উত্তাল থাকায় সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে ১১ থেকে ১৪ সেপ্টেম্বর সারা দেশে ভারি বর্ষণ হতে পারে বলেও জানানো হয়।

সেজু