উত্তর ফ্রান্সের ৭৭৭ কিলোমিটার দীর্ঘ এক নদী সেইন। ফ্রান্সের বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে এই নদীর অববাহিকা। ১৯২৩ সালে, অতিরিক্ত দূষণের কারণে জনসাধারণের জন্য নদীতে নামা বন্ধ করে দেয় ফরাসি সরকার। তবে, গেল বছর প্যারিস অলিম্পিক গেমসের সুবাদে পরিষ্কার করা হয় নদীর পানি।
গেল দুই দশকে সিন নদীর পানির মান উন্নয়নে প্রায় ১৪০ কোটি ইউরো বিনিয়োগ করে ফরাসি কর্তৃপক্ষ। এতে দীর্ঘদিন পর আবারও চিরচেনা রূপে ফেরে বিখ্যাত সেইন নদী। আর এতেই এক শতাব্দীরও বেশি সময় পর জনসাধারণের সাঁতারের জন্য সেইন নদী উন্মুক্ত করে দিলো প্যারিস প্রশাসন। দীর্ঘ প্রতীক্ষার পর নদীর স্বচ্ছ পানিতে গা ভাসাতে নেমে পড়েন শত শত পর্যটক ও স্থানীয়রা।
পর্যটকদের একজন বলেন, ‘চমৎকার আয়োজন। আমি কখনো কল্পনাও করিনি, আইফেল টাওয়ারের কাছাকাছি পানিতে নামতে পারবো। সত্যিই চমৎকার, আমি মুগ্ধ।’
আরেকজন বলেন, ‘এটা অসাধারণ অনুভূতি। পরিবেশের জন্য দুর্দান্ত, শহরের জন্যও দুর্দান্ত, এখানে বসবাসকারী মানুষের জন্য খুব ভালো একটি উদ্যোগ।’
সাঁতারের মৌসুমজুড়ে প্রতিদিন সেইন নদীর পানির মান পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। সৈকতের আদলে সবুজ ও লাল পতাকা ব্যবহার করে দেয়া হবে সংকেত। শুধু প্যারিসের মধ্যেই নয়, রাজধানীর বাইরেও সেইন ও মার্ন নদীর তীরে আরও ১৪টি সাঁতারের স্থান তৈরি করবে ফরাসি সরকার।