পূর্বাভাসে জানানো হয়, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও এই পূর্বাভাসে জানানো হয়েছে।
আরো পড়ুন:
পূর্বাভাসে দেয়া তথ্যানুযায়ী, আজ ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার এবং সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ৭৭% ছিল।
এই পূর্বাভাসে বলা হয়, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।