স্বাস্থ্য খাতের উন্নয়নে নতুন যেসব পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়

সরকারি হাসপাতালে ভর্তি রোগী, নূরজাহান বেগম
সরকারি হাসপাতালে ভর্তি রোগী, নূরজাহান বেগম | ছবি: এখন টিভি
0

ওষুধ ও হার্টের রিংয়ের দাম কমানোর পর আরও কিছু কল্যাণমুখী পরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে চিকিৎসক নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম শুরু হয়েছে এর মধ্যেই। ২৬০টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম শিগগিরই বেধে দেয়ার পাশাপাশি সরকারি হাসপাতালে চাহিদার ৮০ শতাংশ ওষুধ সরকারিভাবে সরবরাহের কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি মেডিকেল শিক্ষার মান বাড়াতে মেডিকেল কলেজে আসন সংখ্যা কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

স্বাস্থ্য খাতের সমস্যা সীমাহীন। সেই সমস্যা মোকাবিলার চেষ্টায় অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিভাগের দাবি কিছু সমস্যা সমাধানে তারা করতে পেরেছেন।

সম্প্রতি হার্টের ১০ ধরনের করোনারি স্টেন্টের দাম তিন থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। যা কার্যকর হবে ১ অক্টোবর থেকে। একইভাবে ৩৩ প্রকার অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমিয়েছে সরকার। দাম কমানোর হার ৫০ শতাংশ পর্যন্ত। শিগগিরই ২৬০টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমানোর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

তিনি বলেন, ‘এডিএসএলের যেহেতু সক্ষমতা ছিল না, যেটুকু ওষুধ তারা নিজেরা তৈরি করতো ওইটুকু বাদে বাকিটা তারা বেসরকারি সেক্টর থেকে কিনতো, তারা যখন হাসপাতালে দিতো আরেকটু বেশি দামে চলে যাচ্ছে। এখন কিন্তু আর কোনোটাই করতে হবে না, পুরো খরচটা তার বেচে যাবে। সে নিজে প্রোডাক্ট করবে, সেটা হাসপাতালে দেবে।’

সরকারি হাসপাতালে চাহিদার ৮০ শতাংশ ওষুধ সরকারিভাবে সরবরাহের লক্ষ্যে অ্যাসেনসিয়াল ড্রাগ কোম্পানিকে ঢেলে সাজাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

নূরজাহান বেগম বলেন, ‘আরও কিছু ওষুধের দাম আমরা ফিক্সড করে দেবো, সেটা বেসিক ওষুধ। আমরা এখন এগুলো কাজের মধ্যেই আছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের সঙ্গে থাকবে, তাদের নিয়ে একেবারে আইন বিধি মেনেই আমরা এগুলো করবো।’

অসংখ্য মানহীন মেডিকেল কলেজের প্রভাব এরমধ্যেই পড়েছে স্বাস্থ্য খাতে। মেডিকেল কলেজের মানোন্নয়ন তথা দক্ষ ও মানবিক চিকিৎসক গড়তে প্রথম ধাপে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা কমানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

নূরজাহান বেগম বলেন, ‘সরকারি এবং একইভাবে বেসরকারিতে সিট কমিয়ে দিতে আমরা কিছু কাজ করেছি। সে অনুযায়ী কোনটা কমাবো তা আমরা এখনও জানি না, কিন্তু আমরা কমাবো। আমরা সরকারিও কমাবো, বেসরকারিও কমাবো।’

যুগ যুগ ধরে পদোন্নতির বঞ্চনা নিয়ে অভিযোগ চিকিৎসকদের। সেই সঙ্কট কাটাতে দেশের ইতিহাসে ১০ হাজার চিকিৎসককে পদোন্নতির সিদ্ধান্ত এক মাসের মধ্যে কার্যকরের কার্যক্রম শুরু হয়েছে এরমধ্যেই।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, ‘আমাদের লোকবলের সমস্যা আছে। এটা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি তাহলে দ্রুত হবে। আমরা কিন্তু ছুটির দিনেও প্রমোশন নিয়ে কাজ করছি।’

আগামি ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের টাইফয়েডের টিকা দেবে সরকার। ১৮ দিনের ক্যাম্পেইনে প্রথমবার পাঁচ কোটি শিশু কিশোরকে টাইফয়েডের টিকা দেবার সিদ্ধান্ত সরকারের।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুল ইসলাম বলেন, ‘এই বাচ্চাগুলো বাদ পড়ে গেলে হয়তো আমারই ভাগ্নে-ভাগ্নি, নাতি-নাতনি এরাই বাদ পড়ে। সুতরাং এখানে সবারই কাজ করার সুযোগ আছে।’

তবে সরকারি হাসপাতালে জনবলের তীব্র সঙ্কট, বেসরকারি সেবায় উচ্চমূল্য, পরীক্ষা নিরীক্ষার মান নিয়ন্ত্রণ, জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয় সন্তোষজনক পদক্ষেপ নিতে পারেনি।

এসএস