এক্সে দেয়া এক পোস্টে এক টিপস্টার জানান, এস২৫ সিরিজে স্যামসাং শুধু স্ন্যাপড্রাগন ৮ এলিট। এবার এস২৬ সিরিজের জন্য এক্সিনোস ২৬০০ ব্যবহারের উদ্যোগ নিয়েছে। তার তথ্যানুযায়ী, এক্সিনোস ২৬০০ প্রসেসরটি ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি করা হবে। এতে কারিগরি সমস্যা থাকায় শুধু ইউরোপের বাজারে এ প্রসেসরের ডিভাইস আনা হবে।
অন্যদিকে ইউরোপের বাইরে অন্যান্য অঞ্চলে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপসেট ব্যবহার করা হবে। প্রাপ্ত তথ্যানুযায়ী, এস ২৬ ও এস ২৬প্লাসে চিপসেটের পার্থক্য থাকবে। যেখানে এস২৬ আল্ট্রায় এস২৪ এর মত শুধু স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হবে।
ইউরোপের বাজারে এক্সিনোস চিপসেটের ডিভাইস আনা নতুন কিছু নয়। এর আগে গ্যালাক্সি ফ্ল্যাগশিপ ডিভাইসেও ইনহাউস চিপ ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। যদিও অঞ্চলটির ব্যবহারকারীরা দীর্ঘ সময় যাবত এক্সিনোসের জিপিইউসহ সার্বিক পারফরম্যান্সের বিষয়ে অভিযোগ জানিয়ে আসছে। কেননা এক্সিনোসের তুলনায় স্ন্যাপড্রাগনের সক্ষমতা বেশি।
তবে এতকিছুর পর স্যামসাং বিচলিত নয়। কোম্পানির দাবি এক্সিনোস ২৬০০ চিপসেটটি আগের তুলনায় ১৫-২৫ শতাংশ বেশি পারফর্ম করবে। তবে এখনো এটি টিএসএমসির তুলনায় ২০ শতাংশ পিছিয়ে। ইউরোপের বাজারে আসা এস২৬ ডিভাইসে বেশি ব্যাটারি ব্যাকআপ দিবে বলে দাবি করছে সংশ্লিষ্টরা। তবে গেমিংয়ের দিক থেকে স্ন্যাপড্রাগনের অ্যাড্রেনো জিপিইউ থেকে পিছিয়ে থাকতে পারে।