ফিটনেস সচেতনতা জোরদারে ‘ডায়েট ও নিউট্রিশন’ কর্মশালা সম্পন্ন

ডায়েট অ্যান্ড নিউট্রিশন ওয়ার্কশপ সিরিজে অংশগ্রহণকারীরা
ডায়েট অ্যান্ড নিউট্রিশন ওয়ার্কশপ সিরিজে অংশগ্রহণকারীরা | ছবি: এখন টিভি
4

দেশের স্বাস্থ্য সচেতনতা ও ফিটনেস জগতের উন্নয়নে নতুন মাত্রা যোগ করলো এডুকর্প। রাজধানীর এডুকর্প ভবনে আয়োজিত চার দিনব্যাপী ‘ডায়েট অ্যান্ড নিউট্রিশন ওয়ার্কশপ সিরিজ’ সম্পন্ন হয়েছে। এতে সফলভাবে অংশগ্রহণ করেন বিভিন্ন পেশার ফিটনেস কোচ, প্রশিক্ষক ও স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা।

প্রশিক্ষণ শেষে মূল্যায়নের পর সবাই উত্তীর্ণ হয়ে অনলাইন ভেরিফায়েড সার্টিফিকেট অর্জন করেন—যা ছিল এ ধরনের প্রথম উদ্যোগ।

এ প্রশিক্ষণ কর্মশালার কোর্স পরিচালনা করেন বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য ও প্রখ্যাত কোচ আব্দুল্লাহ আল খালেদ।

তিনি বলেন, ‘ট্রেইনাররাই একটি সুস্থ, সচেতন ও সবল জাতি গঠনের কারিগর। দক্ষ ও প্রজ্ঞাবান ট্রেইনার তৈরি করার লক্ষ্যেই আমাদের এ প্রয়াস।

এডুকর্পের প্রতিষ্ঠাতা আসিফ মুহাম্মদ বিন আলম বলেন, ‘দেশজুড়ে মানুষকে ফিটনেস ও পুষ্টি সম্পর্কে সচেতন করে তুলতে আমাদের এ ধরনের আয়োজন চলমান থাকবে ইনশাআল্লাহ।’

এডুকর্প দীর্ঘদিন ধরেই ট্রেইনার ডেভেলপমেন্ট, ফিটনেস এডুকেশন ও সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম চালিয়ে আসছে। অংশগ্রহণকারীদের মতে, ওয়ার্কশপটি সময়োপযোগী, আধুনিক এবং বাস্তবভিত্তিক ছিল। এছাড়াও আগস্ট জুড়ে থাকছে আরও ওয়ার্কশপ।

যেখানে এলিট ওয়ার্ক আউট বায়োমেকানিক সিরিজ এবং ডায়েট অ্যান্ড নিউট্রিশন ওয়ার্কশপ সিরিজের নতুন ব্যাচ, প্রশিক্ষণের বিভিন্ন ধাপ, প্র্যাক্টিকাল সেশন এবং চূড়ান্ত মূল্যায়ন থাকবে।

এএইচ