পাক-ভারত যুদ্ধবিরতির পর এবার চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ স্থগিতের সিদ্ধান্ত জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৯০ দিনের জন্য চীন ও যুক্তরাষ্ট্র তাদের পাল্টাপাল্টি শুল্কারোপের সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করেছে। সুইজারল্যান্ডের জেনেভায় চীনের বাণিজ্যিক প্রতিনিধিদের সঙ্গে ম্যারাথন বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ কথা জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
তিনি বলেন, ‘৯০ দিনের জন্য চীন ও যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। দুই পক্ষই তাদের সম্পূরক শুল্ক ১১৫ শতাংশ কমাবে। খুবই ইতিবাচক আলোচনা হয়েছে চীনা প্রতিনিধিদের সঙ্গে। দুপক্ষই বেশ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিল।’
মার্কিন বাণিজ্যমন্ত্রী জানান, চীন ও যুক্তরাষ্ট্র দুদেশই ১১৫ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়েছে। যা বুধবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের কেবল ৩০ শতাংশ শুল্ক বহাল থাকবে। অপরদিকে মার্কিন পণ্যের ওপর থাকবে চীনের ১০ শতাংশ শুল্ক।
স্কট বেসেন্ট বলেন, ‘আমরা বাণিজ্য চালিয়ে যেতে চাই। ভারসাম্য বজায় রেখে বাণিজ্য করতে চাই। যুক্তরাষ্ট্র চীন ও অন্যান্য মিত্র দেশের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখবে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই বাণিজ্য ঘাটতি মেটাতে চীনা পণ্যের ওপর ধাপে ধাপে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে। চীন-যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি শুল্কারোপ স্থগিতের সিদ্ধান্তের পরই চাঙ্গাভাব দেখা যাচ্ছে চীনের শেয়ার বাজারে। বেড়েছে ইউয়ানের দর। একইভাবে ঊর্ধ্বমুখী ডলারের দামও। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দামও।