বড়দিন উপলক্ষে প্রাণীদের জন্য স্যান্তা ক্লজের উপহার

0

শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে বড়দিন আসতে আর বেশিদিন বাকি নেই। ইউক্রেন থেকে রাশিয়া, যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়া, বিশ্বের প্রতিটি প্রান্তে বড়দিনকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

ক্রিসমাসের অন্যতম আকর্ষণ স্যান্তা ক্লজের কাছ থেকে উপহার পাওয়ার আশায় অনেক শিশু বিনিদ্র রজনী পার করছে।

এদিকে শিশুদের আগে চিড়িয়াখানার প্রাণীদের জন্য বড়দিনের উপহার পৌঁছে গেছে। ব্যতিক্রমধর্মী এই ঘটনা ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলির বুইন চিড়িয়াখানায়। রয়েল বেঙ্গল টাইগারের জন্য বাক্সভর্তি মাংস ও লাল পান্ডার জন্য ক্রিসমাস ট্রিতে হরেকরকমের ফল সাজানো রয়েছে। আর গণ্ডারের দল তাদের উপহারের বাক্স খুলতেই মারামারি করছে।

নিরীহ প্রাণীদের জন্য স্যান্তা ক্লজের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বুইন চিড়িয়াখানার পশু আচরণ ও যত্ন বিভাগ। চিড়িয়াখানার প্রধান কর্মকর্তা এস্তেবান ইডালসোয়াগা বলেন, মানুষের মতো চিড়িয়াখানার প্রাণীরাও সৃষ্টির অংশ। আমরা চাই ঘ্রাণের মাধ্যমে, অনুভবের মাধ্যমে তারা যেন উপহারগুলোকে বাক্স খোলার আগেই শনাক্ত করে। এর মাধ্যমে তাদের প্রাকৃতিক প্রবৃত্তির বিকাশ হয় এবং ইন্দ্রিয়গুলো সচল থাকে।

তবে শুধু বড়দিনেই নয়, বিভিন্ন উৎসবে এমনকি প্রাণীদের জন্মদিনেও উপহার হাতে স্যান্তা আসেন বুইন চিড়িয়াখানায়।