কঙ্গোতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৭০০

0

বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে গেল ১ সপ্তাহে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে নিহত কমপক্ষে ৭০০ জন। আহত প্রায় ৩ হাজার মানুষ। জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী এম-টোয়েন্টি থ্রি বর্তমানে কঙ্গোর সবচেয়ে বড় শহর গোমা দখলে রেখেছে।

বর্তমানে অগ্রসর হচ্ছে পার্শ্ববর্তী শহর বুকাভুর দিকে। বিদ্রোহীদের দাবি, সংখ্যালঘু তুতসিস জনগোষ্ঠীটির স্বাধিকারের জন্য চলছে এই লড়াই।

তবে কঙ্গো সরকারের অভিযোগ, খনিজ সম্পদ লুণ্ঠনের জন্য উত্তরাঞ্চল নিয়ন্ত্রণের চেষ্টা করছে এম-টোয়েন্টি থ্রি।

সংঘাত শুরুর পর আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন ৪ লাখের বেশি মানুষ।

সেজু