দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড

ভয়াবহ দাবানল
ভয়াবহ দাবানল | ছবি: সংগৃহীত
0

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড। শনিবার (৭ মার্চ) দুপুর থেকে এটি শুরু হয় বলে জানিয়েছে স্থানীয় সরকার।

কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আশপাশের অঞ্চল। প্রচণ্ড বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে যাচ্ছে বলে জানায় দমকলকর্মীরা।

একই কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে তাদের। পুড়ে গেছে সেখানকার দুটি বাণিজ্যিক স্থাপনা। ক্রমেই আগুনের লেলিহান শিখা সেখানকার অন্যতম যোগাযোগের রাস্তা সানরাইজ মহাসড়কের দিকে ধেয়ে আসছে।

এরই মধ্যে সেখানে জরুরি অবস্থা জারি করেছে নিউইয়র্ক গভর্নর ক্যাথি হুচুল। প্রয়োজনে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয়ার ঘোষণা আসতে পারে বলে জানান তিনি।

সেজু