সরাসরি আপডেট

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি | ছবি: সংগৃহীত
5

পারমাণবিক স্থাপনায় হামলা করে ইসরাইল 'সীমা অতিক্রম করেছে'

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, শুক্রবার (১৪ জুন) থেকে শুরু হওয়া হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরাইল 'সীমা অতিক্রম করেছে'। আজ (রোববার, ১৫ জুন) তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইরানের সাথে সমন্বিতভাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা জানিয়েছে, ইরানের ওপর ইসরাইলি বাহিনীর ভয়াবহ বোমা হামলার পর ইরান পাল্টা হিসাবে ইসরাইলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজ (রোববার, ১৫ জুন) সানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

হুতিরা এক বিবৃতিতে জানিয়েছে, তারা মধ্য ইসরাইলে 'ইসরাইলের সংবেদনশীল লক্ষ্যবস্তু লক্ষ্য করে সামরিক হামলা পরিচালনা করা হয়েছে।'

রাজধানী সানাসহ ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চল দখলকারী এই গোষ্ঠীটি জানিয়েছে, তারা গত ২৪ ঘণ্টা ধরে বিভিন্ন সময়ে বেশ কয়েকটি ফিলিস্তিনি ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তারা জানিয়েছে, তাদের হামলা ইরানি সামরিক বাহিনীর পরিচালিত অভিযানের সাথে সমন্বিত ছিল।

গত ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতিরা ইসরাইল এবং ইসরাইল-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে।

ইসরাইল ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকায় অসংখ্য হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে সানার বন্দর এবং বিমানবন্দর।

সেজু