সরাসরি আপডেট

ইরানের মামলায় বিধ্বস্ত ইসরাইলের রামাত গান
ইরানের মামলায় বিধ্বস্ত ইসরাইলের রামাত গান | ছবি: সংগৃহীত
0

ইরানের সাথে সমন্বিতভাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা জানিয়েছে, ইরানের ওপর ইসরাইলি বাহিনীর ভয়াবহ বোমা হামলার পর ইরান পাল্টা হিসাবে ইসরাইলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজ (রোববার, ১৫ জুন) সানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইল-ইরান সংঘাতে ‘সংযম’ বজায় রাখার আহ্বান ইইউর

ইউরোপীয় ইউনিয়ন শনিবার ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাত বৃদ্ধিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে তেজস্ক্রিয় পদার্থের ব্যবহারের মতো বিপদ এড়াতে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় এক দিন আগে শুরু হওয়া ইসরাইলের ভয়াবহ হামলার পর ইরানও ইসরাইলে পাল্টা আক্রমণ শুরু করলে, ইইউ এই বিবৃতি দেয়। শনিবার ইসরাইল ইরানের বিমান প্রতিরক্ষা সক্ষমতা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইসরাইলি ভূখণ্ডে ইরানের হামলা | ছবি: সংগৃহীত

ইইউর বিবৃতিতে ‘সকল পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার, সংযম প্রদর্শন করার ও সম্ভাব্য তেজস্ক্রিয় নিঃসরণের মতো গুরুতর পরিণতি ঘটাতে পারে- এমন পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকার’ আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাসের কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে ‘ইরানে ইসরাইলি হামলা ও ইরানের পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার মতো ক্রমবর্ধমান বিপজ্জনক পরিস্থিতিতে গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে।

ইসরাইল রাষ্ট্রের নিরাপত্তাসহ এই অঞ্চলের নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইইউ।

পারমাণবিক স্থাপনায় হামলা করে ইসরাইল 'সীমা অতিক্রম করেছে'

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, শুক্রবার (১৪ জুন) থেকে শুরু হওয়া হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরাইল 'সীমা অতিক্রম করেছে'। আজ (রোববার, ১৫ জুন) তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার বলেছেন, শুক্রবার থেকে শুরু হওয়া হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরাইল 'সীমা অতিক্রম করেছে'।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত বিদেশি কূটনীতিকদের সাথে এক বৈঠকে আরাকচি বলেন, ‘ইসরাইল আন্তর্জাতিক আইনে একটি নতুন লাল রেখা বা সীমা অতিক্রম করেছে এবং তারা পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করছে’।

ইসরাইলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা

হুতিরা এক বিবৃতিতে জানিয়েছে, তারা মধ্য ইসরাইলে 'ইসরাইলের সংবেদনশীল লক্ষ্যবস্তু লক্ষ্য করে সামরিক হামলা পরিচালনা করা হয়েছে।'

রাজধানী সানাসহ ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চল দখলকারী এই গোষ্ঠীটি জানিয়েছে, তারা গত ২৪ ঘণ্টা ধরে বিভিন্ন সময়ে বেশ কয়েকটি ফিলিস্তিনি ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তারা জানিয়েছে, তাদের হামলা ইরানি সামরিক বাহিনীর পরিচালিত অভিযানের সাথে সমন্বিত ছিল।

গত ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতিরা ইসরাইল এবং ইসরাইল-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে।

ইসরাইল ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকায় অসংখ্য হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে সানার বন্দর এবং বিমানবন্দর।

সেজু