আজ (শুক্রবার, ১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের সহযোগিতায় তাদের আটক করে হাকিমপুর থানা পুলিশ।
ডাক্তার মশিউর রহমান বাদী হয়ে ১৩ জনের নামে হাকিমপুর থানায় একটি মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমানকে মারধর করেন স্থানীয় কয়েকজন। এ ঘটনায় চিকিৎসক নিজে বাদী হয়ে আজ থানায় ১৩ জনের নামে একটি মামলা করেছেন। মামলার পর ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।’