‘অপারেশন সিন্দুর বন্ধে কোনো বিশ্বনেতাই ভারতকে অনুরোধ করেননি’

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি | ছবি: সংগৃহীত
0

অপারেশন সিন্দুর বন্ধে কোনো বিশ্বনেতাই ভারতকে অনুরোধ করেননি বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরও বলেছেন, পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর প্রধান আলোচনার মাধ্যমে অস্ত্রবিরতি কার্যকর করেছেন-সেখানে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না। আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) কংগ্রেসের অধিবেশনে পেহেলগাম হামলা ও অপারেশন সিন্দুর নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন মোদি।

আরও দাবি করেন, ৯ মে দুই দেশের সংঘাতে পাকিস্তানের অন্তত হাজার খানেক ড্রোন ও মিসাইল প্রতিহত করেছে ভারতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। পুরো আলোচনায় একাধিকবার মোদি বলেন, সাম্প্রতিক এই সংঘাতে ভারত সবক্ষেত্রেই জয় পেয়েছে।

নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে পেহেলগাম হামলায় জড়িতদের। যদিও মোদির এই বক্তব্যের জেরে সমালোচনার ঝড় ওঠে কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসের নেতারা অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্টের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর আত্মবিশ্বাস নেই মোদির।

নিজের ঢোল পেটাতে মনগড়া বক্তব্য দিচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

সেজু