মালয়েশিয়ান নৌবাহিনীর প্রশিক্ষণ মহড়ায় দুটি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১০

0

মালয়েশিয়ান নৌবাহিনীর কুচকাওয়াজ মহড়ার সময় দুটি হেলিকপ্টার সংঘর্ষে দশজন প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির নৌবাহিনী।

নৌবাহিনী বলছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯.৩২ মিনিটে পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরাকের লুমুত নৌ ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মহড়ায় অংশ নেয়া ওই হেলিকপ্টার দুটিতেই ছিলেন।

মাঝ আকাশে দুটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহতদের সবার পরিচয় সনাক্তে লুমুত সেনা বেস হাসপাতালে পাঠানো হয়েছে।