পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার উন্নতি

শারীরিক অবস্থার উন্নতি হয়েছে খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের | ekhon tv
0

অসুস্থ হওয়ার পর এই প্রথম দেখা মিললো ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের। গতকাল (রবিবার, ১৬ মার্চ) রোববার হাসপাতালে থাকা পোপের একটি ছবি প্রকাশ করে ভ্যাটিকান।

শারীরিক অসুস্থতা নিয়েও পোপ তার দায়িত্ব পালন করছে বলেও জানায় ভ্যাটিকান। শ্বাসকষ্ট, কিডনির সমস্যা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ ফেব্রুয়ারি রোমের গেমেলি হাসপাতালে ভর্তি হন ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস।

প্রথম তিন সপ্তাহ তার শারীরিক অবস্থার অবনতি ঘটলেও বর্তমানে কিছু উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসকরা। এদিকে পোপের সুস্থতায় প্রার্থনা করছেন তার ভক্ত অনুসারীরা।

এসএইচ