এর মধ্যে খান ইউনিসের দক্ষিণে ত্রাণ নেয়ার সময় ইসরাইলি অভিযানে অন্তত ১২ জন নিহত হয়। একই হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেনের ৪ কর্মীর প্রাণহানি হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে একাধিক মানবাধিকার সংগঠন।আলাদা বিবৃতি দিয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছে তারা।
এদিকে, গাজায় যুদ্ধবিরতি ও যুদ্ধ পরবর্তী শাসনব্যবস্থা বিষয়ক আলোচনায় মিশরের কায়রোতে অবস্থান করছে হামাসের প্রতিনিধি দল। হোয়াইট হাউজ বলছে, হামাস যে দিন জিম্মিদের নিঃশর্ত মুক্তি দেবে তারপর দিনই যুদ্ধবিরতি কার্যকর সম্ভব।
অন্যদিকে, ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির পঞ্চম দিনেও শর্তভঙ্গের অভিযোগ করছে উভয় পক্ষ। দক্ষিণ সীমান্তে হামলার অভিযোগের পাশাপাশি বেশ কিছু গ্রামে বাসিন্দাদের ফিরতে দেয়া হচ্ছে না বলে দাবি স্থানীয় গণমাধ্যমের।