ফিলিস্তিনের পক্ষে কণ্ঠ তুলে পুলিৎজার জয় আবু তোহার

ফিলিস্তিনি কবি মোসাব আবু তোহা | ছবি: সংগৃহীত
0

গাজার মানবিক সংকট তুলে ধরে পুলিৎজার পুরস্কার পেলেন ফিলিস্তিনি কবি মোসাব আবু তোহা। ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করায় ইসরাইলি বাহিনীর হাতে আটকও হয়েছিলেন তিনি। এদিকে ফেন্টানিল মাদক নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুলিৎজার পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুরস্কার জয়ের তালিকায় আছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস।

ইসরাইলি হামলায় গাজার ভয়াবহতা হার মানিয়েছে সবকিছুকে। আহত ও গৃহহীন কয়েক লাখ ফিলিস্তিনির আর্তনাদ ভেসে বেড়াচ্ছে গোটা বিশ্বে। গাজা উপত্যকার এমন মানবিক ও করুণ কাহিনী বিশ্বের বুকে তুলে ধরে পুলিৎজার পুরস্কার পেলেন ফিলিস্তিনি কবি মোসাব আবু তোহা।

মার্কিন ম্যাগাজিন দ্য নিউইয়র্কের প্রতিবেদন লিখে এই সম্মানজনক পুরস্কার পান আবু তোহা। পুরস্কার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘এখান থেকেই শুরু গল্প বলা। যা চলবে প্রজন্মের পর প্রজন্ম ধরে।’

এই বাক্য দিয়ে তিনি মূলত শ্রদ্ধা জানিয়েছেন ইসরাইলি হামলায় নিহত গাজার আরেক কবি রিফাত আলআরিকে। ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে নির্যাতনের শিকার হয়েছেন কবি আবু তোহা। পরে নির্বাসিত হয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্রে বিশ্বের অন্যতম প্রাণঘাতী মাদক ফেন্টানিলের ওপর অনুসন্ধানী প্রতিবেদন করে এ বছর পুলিৎজার পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফেন্টানিল তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের আন্তর্জাতিক বাণিজ্যে প্রবেশ নিয়ে সাত পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে সংস্থাটি। সংবাদকর্মীরা তুলে ধরেন কীভাবে সীমান্ত দিয়ে ভয়ংকর এই মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে।

সংবাদকর্মীদের মধ্যে একজন বলেন, ‘এই মাদক তৈরির অনেক রাসায়নিক বিভিন্ন ওয়েবসাইটে ব্যাপক হারে পাওয়া যায়। সাউন্ডক্লাউড, লিঙ্কডইন ও ফেসবুকেও এসবের বিজ্ঞাপন আছে। যা সত্যিই অবাক করার মতো।’

গেল বছরের ১৩ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলার খবর প্রচার করে ব্রেকিং নিউজ শাখায় পুলিৎজার পেয়েছে ওয়াশিংটন পোস্ট। গাজা যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ সংবাদ কভারেজের স্বীকৃতিস্বরূপ নিউইয়র্ক টাইমস পুলিৎজার জিতেছে চারটি শাখায়। যেখানে সুদানের সংঘাত নিয়ে সংবাদ প্রচারের জন্য আন্তর্জাতিক প্রতিবেদন শাখায়ও পুরস্কার পেয়েছে গণমাধ্যমটি। এ ছাড়া নিউ ইয়র্কার ম্যাগাজিন জিতেছে তিনটিতে।

আর বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের রাজনৈতিক ও ব্যক্তিগত পর্যায়ে ধারাবাহিক পরিবর্তনের বিষয়ে প্রতিবেদন করে পুলিৎজার গেছে ওয়াল স্ট্রিট জার্নালের ঝুলিতে। গর্ভপাত নিয়ে প্রতিবেদন করে পাবলিক সার্ভিস শাখায় পুলিৎজার পেয়েছে প্রোরিপাবলিকা।

যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ এই পুরস্কার সাংবাদিকতার নোবেল হিসেবে পরিচিত। ১৯১৭ সাল থেকে দেয়া হয় এ পুরস্কার। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য পুলিৎজারে ভূষিত করা হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর এ পুরস্কার ঘোষণা করে।

এসএস