পাঁচ দশকের পুরোনো ঘুষবিরোধী আইন স্থগিত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ৪০ বছরের মধ্যে রেকর্ড ৬৭টি নির্বাহী আদেশে সই
যুক্তরাষ্ট্রে ৪০ বছরের মধ্যে রেকর্ড ৬৭টি নির্বাহী আদেশে সই |
0

যুক্তরাষ্ট্রের পাঁচ দশকের পুরোনো ঘুষবিরোধী আইন স্থগিত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেলো বছর বাইডেন প্রশাসনের আমলে এ আইনেই দোষী সাব্যস্ত হন ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তার সহযোগীরা।

বৈদেশিক দুর্নীতি চর্চা আইন এফসিপিএতে মার্কিন যোগসূত্র থাকা ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ভিন দেশে ব্যবসায়িক চুক্তির স্বার্থে অর্থ ও উপঢৌকন প্রদান নিষিদ্ধ।

বলা হচ্ছে, ট্রাম্প প্রশাসনের গৃহীত অন্যতম বড় পদক্ষেপ এই আইনটি স্থগিত করা। মার্কিন আইনটির আওতায় ভারতের অন্যতম বড়, দ্রুত বর্ধনশীল এবং বহুমুখী ব্যবসায়ী আদানি গ্রুপের বিরুদ্ধে সৌরবিদ্যুৎ চুক্তির জন্য ২৫ কোটি ঘুষ দেয়ার অভিযোগ উঠেছিল নিউইয়র্কের আদালতে।

এফসিপিএ স্থগিতের খবরে মঙ্গলবারই (১১ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে দর বেড়েছে আদানি গ্রুপের প্রায় সব প্রতিষ্ঠানের।

এসএস