ব্রাজিলের আমাজনে বাড়ছে বন উজাড়

0

গত ১৫ মাসের মধ্যে ব্রাজিলের আমাজনে বন উজাড়ের পরিমাণ জুলাই মাসে বেড়েছে। পরিবেশ কর্মীদের ধর্মঘটের কারণে বন উজাড় বেড়েছে বলে অভিযোগও রয়েছে।

জুলাই মাসে আমাজনে বন উজাড় হয়েছে প্রায় ৬৬৬ বর্গ কিলোমিটার। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৩ শতাংশ বেশি।

তবে, আগের সরকারের তুলনায় বর্তমান সরকারের আমলে আমাজনে বন উজাড়ের মাত্রা অনেক কম। এর পেছনে পরিবেশ কর্মীদের ধর্মঘটকে দায়ী করছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়।

সরকারি মহাকাশ গবেষণা সংস্থার তথ্য মতে, চলতি বছরের প্রথম সাত মাসে, আমাজনে মোট ২ হাজার ৩০ বর্গ কিলোমিটার বন উজাড় হয়েছে।

tech