ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট বা ডব্লিউ ডব্লিউ ই। দুনিয়া কাঁপানো রেসলারদের মঞ্চ। দ্য রক, জন সিনা, বিগ-শো, আন্ডারটেকার সদ্য প্রয়াত হাল্ক হোগানের ফাইটিং ঘিরে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তদের উন্মাদনা। ১৯৫২ সালে শুরু হওয়া আমেরিকার বিগেস্ট এন্টারটেইনমেন্ট শো'র পুরোটাই পূর্বপরিকল্পিত। তবে একেকটি ম্যাচের ডিজাইন ও ব্যতিক্রমী স্টোরিটেলিংয়ের কারণে এটিতে ভরপুর আকর্ষণ দর্শকদের।
প্রফেশনাল রেসলিং হাউস থেকে বিলিয়ন ডলারে রূপান্তরিত হওয়া এ ইন্ডাস্ট্রির রেসলারদের উপার্জনের পাল্লাটাও লাগাম ছাড়া। যা বিশ্বের অনেক নামীদামী ফুটবল তারকার থেকেও ঢের বেশি।
সর্বাধিক আয়ের তালিকায় স্থান পাওয়া একমাত্র নারী অস্ট্রেলিয়ার রিয়া রিপলি। ২৮ বছর বয়সী এ তারকা রেসলারের এক বছরের উপার্জন পৌঁছেছে ৮ অংকের ঘরে। তিনি বর্তমানে ‘ডব্লিউ ডব্লিউ ই’ এর নারী বিশ্ব চ্যাম্পিয়ন। এনএক্সটি এবং এনএক্সটিতে লড়ে চ্যাম্পিয়নও হন। সময়ের সাথে সাথে তার জনপ্রিয়তা বেড়ে চলেছে। বছরে তার আয় ৬ মিলিয়ন বা ৬০ লাখ মার্কিন ডলার।
জে উসো! দ্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নের মুকুট রয়েছে তার মাথায়। সাম্প্রতিক সময়ে তার ক্যারিয়ার খরগোশ গতিতে এগুচ্ছে। বর্তমান চুক্তি অনুযায়ী তার বার্ষিক বেতন ৭ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৮৫ কোটির বেশি।
৭ মিলিয়ন ডলার বেতন গ্রেডের আরেকজন কেভিন ওয়েন্স। নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে। রেসলম্যানিয়ার প্রধান ইভেন্টের মাধ্যমে এই কানাডিয়ান নিজের জাত চিনিয়েছেন। রেসলম্যানিয়া ৩৮-এ স্টোন কোল্ড স্টিভ অস্টিনের সাথে তার লড়াইটি ডব্লিউ ডব্লিউ ই ইতিহাসের সেরা লড়াইগুলোর মধ্যে একটি।
সিএম পাঙ্ক ইতিহাসের অন্যতম সেরা রেসলারদের একজন। সেই সাথে হলিউড অভিনেতাও। বিতর্কিত কুস্তিগির হিসেবেও তার পরিচিতি। ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নসহ বেশকয়েকটি শিরোপা জিতেছেন। এই শো থেকে তার বাৎসরিক বেতন ধরা হয়েছে ৮ মিলিয়ন ডলার।
র্যান্ডি অর্টন ক্ষিপ্র মেজাজ, ফাইটিং স্কিল আর দ্বন্দ্বের কারণে তিনি সেরাদের একজন। রিংয়ে সহজে কারও সঙ্গে বন্ধুত্ব করেন না ৪৫ বছর বয়সী এ রেসলার। মিক ফোলি ও জন সিনার সাথে তার দ্বন্দ্ব ডব্লিউ ডব্লিউ ই এর অন্যতম আকর্ষণ। কোম্পানি থেকে তিনি বার্ষিক বেতন নিয়ে থাকেন ১০ মিলিয়ন বা ১ কোটি ডলার। যা এ যাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ।
রোমান রেইন্স ‘ডব্লিউ ডব্লিউ ই’ এর সর্বোচ্চ দামি পারফর্মার। ১৩১৬ দিন টাইটেল রাজত্ব ধরে রাখেন এ অ্যাথলেট। আন্ডার টেইকার ও ট্রিপল এইচদের মতো রেসলারদের বিপরীতে তিনি অপ্রতিরোধ্য। ২০২১ সালের রেসলম্যানিয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রুক লেসনারকে হারিয়ে দুটি প্রধান চ্যাম্পিয়নশিপ জয় করেন। রেইন্স এবং দ্য ব্লাডলাইনের জনপ্রিয়তা ডব্লিউ ডব্লিউ ই কে সবচেয়ে বেশি আর্থিকভাবে লাভবান করেছে। আর তাই তো তার পারিশ্রমিকও আকাশচুম্বী। বর্তমানে তার বার্ষিক চুক্তি ১৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় ১৮২ কোটির বেশি।
কিক, পাঞ্চ আর চোক স্ল্যামের দুনিয়ায় সবাইকে বুঁদ করে রাখাই শুধু নয়, কাড়ি কাড়ি অর্থ উপার্জনের পাশাপাশি বর্ণাঢ্য জীবনের গল্পও রয়েছে সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট শো তারকাদের।