অভিযানে সদর উপজেলার পূর্ব হাসলী গ্রামের মেসার্স আবদুল্লাহ আল সোবাহারন ব্রিকস, একই গ্রামের মেসার্স আলম নগর ব্রিকম (এ.এন.বি) ও বাংগুরা গ্রামের মেসার্স আলী এন্টারপ্রাইজকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
সিনিয়র সহকারী কমিশনার সাথী দাস বলেন, ‘ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে তিনটি ইটভাটাকে ৫০ হাজার করে দেড় লাখ টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়।’
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ.কে.এম ছামিউল আলম কুরসি, পরিদর্শক মনোয়ারুল ইসলামসহ জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।