নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহতের মামলায় গ্রেপ্তার ২

ছুরিকাঘাতে কিশোর নিহতের ঘটনায় আটক দুই কিশোর
ছুরিকাঘাতে কিশোর নিহতের ঘটনায় আটক দুই কিশোর | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জে তর্কের জেরে ছুরিকাঘাতে কিশোর নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (রোববার, ৪ মে) সকালে দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- জামালপুরের ইসলামপুর থানাধীন বাইনাবাড়ি গ্রামের মোল্লার ছেলে আব্দুল (১৬) ও গোপালগঞ্জের কোটালিপাড়ার লতিফের ছেলে ওসমান (১৬)। এদিন দুপুরে নিহত ইয়াসিনের বাবা শহিদুল বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের নামে হত্যা মামলাটি দায়ের করেন।

এর আগে গত শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের লাকি বাজার এলাকায় ক্যানেলপাড় সড়কে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দুই গ্রুপ দ্বন্দ্বে জড়ায়। এসময় ইয়াসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অন্য কিশোররা।

স্থানীয়রা আহত ইয়াসিনকে উদ্ধার করে খানাপুর ৩'শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার রাতেই রমজান ও নিহত ইয়াসিনের বন্ধু সানিসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

নিহত ইয়াসিন ময়মনসিংহের নান্দাইল থানাধীন বরুয়া গ্রামের শহিদুলের ছেলে। সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় মৃত আশোক আলী মাস্তানের বাড়িতে পরিবারের সাথে ভাড়া থাকতো সে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুর আলম জানান, শনিবার রাতে একদল কিশোরের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে নিহত হয় অপর কিশোর ইয়াসিন।

পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দুই জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

এএইচ