গোপনে তৈরি হচ্ছিল কেএনএফের ৩০ হাজার ইউনিফর্ম, আটক ৩

কেএনএফের পোশাক
কেএনএফের পোশাক | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের বায়েজিদের একটি পোশাক কারখানা থেকে পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফের ২০ হাজার পোশাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে কারখানার মালিকসহ ৩ জনকে। গত ১৮ মে এ ঘটনা ঘটলেও জানাজানি হয় আজ (রোববার, ২৫ মে)।

গেল মার্চ মাসে গোলাম আজম ও নিয়াজ হায়দার নামে দুইজন চট্টগ্রামের নয়াহাট এলাকায় রিংভো অ্যাপ্যারেলস পোশাক কারখানার মালিক সাহেদুল ইসলামকে কুকি চিনের জন্য ইউনিফর্ম অর্ডার দেয় বলে জানান পোশাক কারখানাটির কর্মকর্তারা।

তিনি আরো জানান, গোপনে জোগাড় করা হয় ইউনিফর্মের কাপড়। চুক্তি হয় দুই কোটি টাকায়। ৩০ হাজার ইউনিফর্ম তৈরির অর্ডার দেয়া হয়। চলতি মাসেই ডেলিভারি নেয়ার কথা ছিল। এ ঘটনায় বায়েজিদ থানায় মামলা করা হয়েছে।

ইএ