১৩০ বছর পর্যন্ত বাঁচার ইচ্ছা প্রকাশ দালাই লামার

দালাই লামা
দালাই লামা | ছবি: সংগৃহীত
0

বৌদ্ধধর্মের আধ্যাত্মিক নেতা ১৪তম দালাই লামার ৯০তম জন্মদিন উদযাপনে ভারতের ধর্মশালা বৌদ্ধ মন্দিরে ভিড় করেছেন দেশি বিদেশি ভক্ত-অনুসারী ও হলিউড অভিনেতারাও। দালাইলামার কাছ থেকে সরাসরি আশীর্বাদ নিতে পেরে খুশি তারা। ৯০তম জন্মদিনে ১৩০ বছর পর্যন্ত বাঁচার ইচ্ছা প্রকাশ করলেন দালাই লামা।

ভারতে বসবাস করা তিব্বতের নির্বাসিত বৌদ্ধ ধর্মগুরু ১৪তম দালাই লামার ৯০তম জন্মদিন। যা ঘিরে আজ (রোববার, ৬ জুলাই) সকাল থেকেই হিমাচল প্রদেশের ধর্মশালা বৌদ্ধ মন্দিরে হাজার হাজার ভক্ত-অনুসারীদের ভিড়। উপস্থিত ছিলেন দালাই লামা তেনজিং গ্যাতসোও।

বৌদ্ধধর্মের আধ্যাত্মিক এ নেতাকে এক নজর দেখতে ও আশীর্বাদের আশায় ভিনদেশ থেকেও ধর্মশালায় গেছেন অনেক ভক্ত। এতে মিলন মেলায় রূপ নেয় ধর্মশালা বৌদ্ধ মন্দির। সরাসরি আশীর্বাদ নিতে পেরে খুশি তারা।

ভক্তদের একজন বলেন, ‘জন্মদিন উদযাপন এবং তার দীর্ঘায়ু কামনা করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন।’

আরেকজন বলেন, ‘দালাই লামার সাথে দেখা করতে পেরে আমি আনন্দিত। বেলজিয়াম থেকে এখানে এসেছি তাঁর সাথে দেখা করতে।’

৯০তম জন্মদিনে দালাই লামার কাছ থেকে সরাসরি আশীর্বাদ নিতে ছুটে এসেছেন হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার। আশীর্বাদ নেয়া ছাড়াও এসময় দালাই লামার প্রশংসা ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

ভক্তদের আরেকজন বলেন, ‘আমরা কখনও এমন কাউকে দেখিনি, যিনি সম্পূর্ণরূপে নিঃস্বার্থতা, ভালোবাসা, করুণা এবং প্রজ্ঞার মূর্ত প্রতীক। তিনি এই গ্রহে হাঁটা সবচেয়ে অসাধারণ ব্যক্তি।’

৬ জুন বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার জন্মদিন ঘিরে, উদযাপন আনুষ্ঠানিকতা চলছে গত ৩০ জুন থেকে। এরমধ্যেই ১৩০ বছর পর্যন্ত বাঁচাতে চান বলে ইচ্ছা প্রকাশ করলেন দালাই লামা। যদিও এর আগে ডিসেম্বরে জানিয়েছিলেন ১১০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারেন তিনি।

বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা বলেন, ‘এখন পর্যন্ত আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। মানবতা এবং বৌদ্ধ ধর্মের সেবা চালিয়ে যাওয়ার জন্য আমি আরও ৩০ বা ৪০ বছর বেঁচে থাকার আশা করি।’

১৪তম দালাই লামা- তেনজিং গ্যাতসোর মৃত্যুর পর ১৫তম দালাই লামা কে নির্বাচিত হবেন তা নিয়ে এখন থেকেই চলছে আলোচনা। কারণ পরবর্তী দালাই লামা নির্বাচনের ঘোষণা দিয়েছে চীন সরকার। যদিও নতুন দালাই লামা বেছে নেয়ার ক্ষেত্রে চীনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাসিত তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা।

তিনি জানান, মৃত্যুর পর তিনি পুনর্জন্ম নেবেন এবং তার উত্তরসূরি শনাক্ত করবে একমাত্র গাদেন ফোদ্রাং ট্রাস্ট। এর মধ্য দিয়ে ৬০০ বছরের পুরোনো প্রথা জারি থাকবে বলেও ঘোষণা দেন তিনি।

তিব্বতি বৌদ্ধধর্মের পরবর্তী আধ্যাত্মিক নেতা দালাই লামা নির্বাচন করা প্রাচীন ঐতিহ্য, আধ্যাত্মিক বিশ্বাস এবং আচার-অনুষ্ঠানের উপর ভিত্তি করে তৈরি একটি প্রক্রিয়া। ঐতিহ্য অনুসারে, প্রতিটি দালাই লামাকে পুনর্জন্মের ধারাবাহিকতায় উত্তরসূরি হিসেবে বিশ্বাস করা হয়। সেটি শুরু হয় মৃত্যুর পর। এর জন্য গঠিত হয় অনুসন্ধান কমিটি।

বর্তমান দালাই লামা-তেনজিং গ্যাতসো ১৯৩৫ সালের ৬ জুলাই তিব্বতের কিংহাই প্রদেশের একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। দুই বছর বয়সে ১৩তম দালাই লামাদের পুনর্জন্ম হিসেবে চিহ্নিত করে ১৪তম দালাই লামা হিসেবে নির্বাচিত করা হয়েছিলো তেনজিং গ্যাতসোকে।

১৯৫৯ সালে তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর সীমান্ত পেরিয়ে আজও ভারতেই রয়ে গেছেন দালাইলামা। ২০২৫ সালের মার্চে প্রকাশিত ভয়েস ফর দ্য ভয়েসলেস বইতে দালাই লামা বলেছিলেন, চীনের বাইরে জন্মগ্রহণ করবেন তার উত্তরসূরি বা ১৫তম দালাই লামা।

সেজু