বিশ্বের বিভিন্ন দেশে আশুরা পালন

আশুরা পালন
আশুরা পালন | ছবি: সংগৃহীত
0

কারবালার শোকাবহ ঘটনা স্মরণে বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র আশুরা পালন করছেন শিয়া মুসলিমরা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পবিত্র আশুরার দিনটি পালিত হচ্ছে ইরাকে। আজ (রোববার, ৬ জুলাই) সকাল থেকেই কারবালায় জড়ো হন হাজার হাজার মানুষ।

আখেরী নবী হযরত মুহাম্মদ (সা.) ছোট নাতি ইমাম হুসাইনকে স্মরণে ১০ মহররমকে শোকের দিন হিসেবে পালন করছেন তারা। শোক মিছিল ছাড়াও ইস্পাতের শিকল দিয়ে পিঠে আঘাত করে ইমাম হুসাইনকে স্মরণ করছেন শিয়া মুসলিমরা।

আরো পড়ুন:

ইরাক ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে থাকা শিয়া সম্প্রদায়ের মানুষ একই ভাবে ইমাম হুসাইনকে স্মরণ করছেন। ৬৮০ খ্রিষ্টাব্দ বা হিজরি ৬১ সনের ১০ মহররম ইয়াজিদ বাহিনীর হাতে কারবালায় শহীদ হয়েছিলেন ইমাম হুসাইন।

যদিও পৃথিবী শুরুর সময় থেকেই ইসলাম ধর্মে মুহররম মাসের ১০ তারিখ বা আশুরার দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইমাম হুসাইনের শাহাদাত বরণসহ বেশ কয়েকটি ঘটনা এ দিনটিকে ঘটনা দিনটিকে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে।

সেজু