আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন

0

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ১৬ জুলাই) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবনতি হওয়ায় রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে এদিন দুপুরে সচিবালয়ে কোটা আন্দোলন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রয়োজন না হওয়া পর্যন্ত ছাত্রদের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পৃক্ত না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।’

তবে এর পরই ঢাকা বিশ্ববিদ্যালয়, সাইন্সল্যাব মোড়, মহাখালীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় এটি নিয়ন্ত্রণে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এর কয়েক ঘণ্টা পরেই বিজিবি থেকে এই ঘোষণা দেয়া হলো।

সেজু