অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক

0

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্ত লাগোয়া ভোটহাট বাজার এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মোজাফফর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গতকাল (বুধবার, ২৫ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়।

এরপর আজ (বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর) সকালে বিজিবির বাগভান্ডার বিওপির পক্ষ থেকে আটক ওই ভারতীয় নাগরিককে ভূরুঙ্গামারী থানায় দেয়া হয় বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আামিন।

তিনি জানান, আটক মোজাফফর হোসেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার সাহেবগঞ্জ উপজেলার মাদারগঞ্জ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোহাম্মদ আলী।

ওসি রুহুল আমিন আরও জানান, বৃহস্পতিবার দুপুরে আটককৃত ভারতীয় নাগরিক মোজাফফর হোসেনকে ভূরুঙ্গামারী আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আয়েশা সিদ্দিকা'র আদালতে হস্তান্ত করা হয়েছে।

এসএস