চট্টগ্রামে পলিথিন নিষিদ্ধের অভিযানে ব্যবসায়ীদের তোপের মুখে প্রশাসন

0

পলিথিন নিষিদ্ধের অভিযানে নেমে চট্টগ্রামে প্রথম দিনেই ব্যবসায়ীদের তোপের মুখে পড়েছেন পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের কর্মকর্তারা। সকালে নগরীর কর্ণেলহাট এলাকায় জব্দ করা পলিথিন আনতে গেলে সবাইকে ঘিরে ধরে, মিছিল স্লোগান দেন ব্যবসায়ীরা। তাদের দাবি, বাজারে বিকল্প কোনো ব্যবস্থা না করায় পলিথিন নিষিদ্ধে লোকসানের মুখে পড়বেন তারা।

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে নামলে এভাবেই ব্যবসায়ীদের তোপের মুখে পড়ে ভ্রাম্যমাণ আদালত। ১৫০ কেজি পলিথিন জব্দের পর প্রশাসনের কর্মকর্তঅদের ঘিরে ধরে মিছিল স্লোগান দিতে থাকে ব্যবসায়ীরা।

রোববার দুপুরে চট্টগ্রামের কর্নেল হাট কাঁচা বাজারে এ ঘটনা ঘটে। দোকানদারদের অভিযোগ, শুরুতে উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা না করে বাজারে জরিমানা করা হচ্ছে। পলিথিন বন্ধ না হওয়ার পেছনে সরকারের কিছু অসাধু কর্মকর্তা দায়ী।

এর আগে সকাল ১১ টায় নগরীর আকবর শাহ এলাকায় একটি পলিথিন উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। যদিও কারখানায় কোনো ধরনের পলিথিন কিংবা উৎপাদন উপকরণ পাওয়া যায়নি।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাফিল জাহান বলেন, ‘প্রায় ১১৫ কেজি পলিথিন জব্দ করেছি এবং বিধি মোতাবেক পরিবেশ অধিদপ্তরকে এটা ধংসের জন্য বলা হয়েছে। সেই সঙ্গে দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের বিষয়ে কার্যক্রম চলমান থাকবে।’

এএইচ