রাতে এনসিপির কর্মী ও বিক্ষুব্ধদের হাতাহাতি, ছাত্রদলকে অভিযুক্ত করছেন সারজিস

রাতে এনসিপি'র কর্মী ও বিক্ষুব্ধদের হতাহাতি, ছাত্রদলকে অভিযুক্ত করছেন সারজিস | এখন টিভি
0

দলীয় কোন্দলের জেরে রাজধানীর বসুন্ধরায় গতকাল (বুধবার, ৫ মার্চ) রাতে এনসিপি'র কর্মী ও বিক্ষুব্ধদের হতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদলকে অভিযুক্ত করেছেন সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার সন্ধ্যায় সাংগঠনিক কাজে বসুন্ধরা আবাসিক এলাকায় যান সারজিস আলম। ঘণ্টা তিনেক ধরে ওই এলাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর সঙ্গে আড্ডা দেন। রাত ১০টার পর ১০ থেকে ১২জন তরুণ হঠাৎ রাস্তার অন্য পাশ থেকে সারজিস আলমকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন।

একপর্যায়ে সারজিসের সঙ্গে থাকা শিক্ষার্থীরা এগিয়ে গেলে দুই পক্ষে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সারজিসও এগিয়ে গিয়ে দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

একপর্যায়ে সারজিস আলম গাড়িতে উঠে সেখান থেকে চলে আসেন। অবশ্য রাতেই সারজিস তার ফেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে দাবি করেন, স্থানীয় ছাত্রদল নেতা শাকিলের নেতৃত্বে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটেছে।

এসএস