এসময় হাসান নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামি পলাতক ছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ইকবাল ওরফে ডাক্তার, স্বপন, সায়মন ও সানি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলো— রাসেল ও হাসান। হকার নেতা আসাদ ও মহসিনকে জামিন দেয়া হয়।
নারায়ণগঞ্জ আদালতের এপিপি ইকবাল আহমেদ মানিক জানান, হকার জুবায়ের হত্যা মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত চারজনের মৃত্যুদণ্ড ও দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
মামলার বাদী নিহতের মা মুক্তা ও বাবা আমজাদ হোসেন জানান, ছেলে হত্যার মামলার রায়ে তারা সন্তুষ্ট। দ্রুত এ রায় কার্যকর করার দাবি জানান তারা।
উল্লেখ্য, ২০২১ সালের ১৪ অক্টোবর সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাড়ার সাধু পোলের গির্জার সামনে অবৈধভাবে দোকান বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জুবায়েরকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।