আজ (বুধবার, ৭ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে নাগরিক ঐক্যর সঙ্গে কমিশনের বৈঠকের আগে একথা বলেন তিনি। নাগরিক ঐক্যের ৬ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।
আলী রীয়াজ বলেন, ‘রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে। তবে মৌলিক জায়গায় ঐকমত্য হতে হবে।’ জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় শুধু কমিশন নয়, সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
১১৮ টি সংস্কার প্রস্তাবে একমত হয়েছে নাগরিক ঐক্য। ঐকমত্য প্রতিষ্ঠায় দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানান নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার। এর আগে ঐক্যমত্য কমিশনের সাথে গেল ৮ এপ্রিল প্রথমবার বৈঠকে বসেছিল নাগরিক ঐক্য।