বাংলাদেশে অবস্থান করা ভারতীয়দের অবশ্যই ফেরত নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

মো. তৌহিদ হোসেন
মো. তৌহিদ হোসেন | ছবি: এখন টিভি
0

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে ‘পুশ ইন’ করা ব্যক্তিদের ‘পুশব্যাক’ করার বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, জানা নেই। তবে যারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত, তাদের অবশ্যই ফেরত নিতে হবে। আজ (বুধবার, ২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ‘পুশ ইনের বিষয়ে দিল্লির সাথে যোগাযোগ হচ্ছে। বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের তাদের ফেরত নিতে হবে। আমরা চেষ্টা করছি নিয়মের বাইরে যেন কিছু না হয়। আমরা নিয়ম অনুযায়ী আগাচ্ছি। ভারতের সঙ্গে চুক্তির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’

এ সময় পররাষ্ট্র সচিব পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘পররাষ্ট্র সচিব নিজে থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই চলে যেতে চান। উনি দু-একদিনের মধ্যেই চলে যাবেন।’

তবে নতুন দায়িত্বে কে আসছেন সেই বিষয়ে খোলাসা করেননি তিনি।

আর স্থলবাণিজ্যে বিধিনিষেধ আরোপের বিষয়ে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তৌহিদ হোসেন।

এসএস