ইরানে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তাদের বাসভবনে হামলা

ইরানের কূটনৈতিক এলাকায় ইসরাইলের হামলা
ইরানের কূটনৈতিক এলাকায় ইসরাইলের হামলা | ছবি: টাইমস অব ওমান
2

ইরানের রাজধানী তেহরানে সোমবার ইসরাইলের হামলায় সেখানকার বাংলাদেশ দূতাবাসে কর্মরত কর্মকর্তাদের বাসভবনেও হামলা হয়েছে। এর মধ্যে অন্তত একজন কর্মকর্তার ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে হামলার সময় ওই কর্মকর্তা বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে গেছেন। বিবিসি বাংলাকে দূতাবাসের এক কর্মকর্তা জানান, তার বাসা পুরোপুরি গুড়িয়ে দেয়া হয়েছে। 

তেহরানের এই এলাকায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সোমবার (১৬ জুন) ঘোষণা দিয়ে এসব স্থানে হামলা চালায় তেল আবিব। 

ইরানে বাংলাদেশি দূতাবাসের কনসুলার কর্মকর্তা বলেন, ‘আশপাশে এখন আর কিছুই নেই।’

এসএইচ