বিপিএল আয়োজনে আগ্রহী আইপিজি গ্রুপ

আইপিজি গ্রুপ ও চেয়ারম্যান
আইপিজি গ্রুপ ও চেয়ারম্যান | ছবি: এখন টিভি
0

আন্তর্জাতিক ক্রিকেট লিগ আয়োজনের অভিজ্ঞতা তাদের অনেক। লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে টি-টেন বিশ্বজুড়ে একাধিক লিগ সফলভাবে আয়োজন করেছে আইপিজি গ্রুপ। এবার সেই কোম্পানিই আগ্রহ দেখিয়েছে বিপিএল আয়োজনের প্রতি।

একসময় দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট উৎসব ছিল-বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল। আলো, ক্যামেরা, আর ছক্কা-চারের বৃষ্টি আর গ্যালারিভরা উল্লাস।

কিন্তু সময়ের সঙ্গে যেন ফিকে হয়ে এসেছে সেই ঝলক। প্রশ্ন উঠেছে ব্যবস্থাপনায়, ঘাটতি ছিল বিপণনে, আগ্রহ হারিয়েছে আন্তর্জাতিক বাজারও।

আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেবার পরেই বিপিএল নিয়ে ছিল বিশেষ পরিকল্পনা। এরইমধ্যেই শেষ টেন্ডার প্রক্রিয়া। ঠিক তখনই আলোচনায় আইপিজি গ্রুপ যারা সফলভাবে চালিয়েছে একাধিক আন্তর্জাতিক লিগ, আর এবার তারা ফিরিয়ে আনতে চায়—বিপিএলের হারানো গৌরব আর আকর্ষণ।

আইপিজি গ্রুপের চেয়ারম্যান অনিল মোহন বলেন, ‘আমরা সবচেয়ে গুরুত্ব দিবো যুক্তরাজ্যসহ অন্যান্য দেশগুলো থেকে ভালো বিনিয়োগকারী আনার। যারা দল কিনবে বা বিনিয়োগ করবে। কারণ যখন বড় বিনিয়োগ আসবে তখন সবকিছুই ভালো হবে। একই সঙ্গে নামকরা খেলোয়াড়রা আসলে স্বাভাবিকভাবেই দর্শক আগ্রহ থাকবে।’

এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগ, আবুধাবি টি-টেন, জিম্বাবুয়ে ও মালয়েশিয়া টি-টোয়েন্টি লিগসহ একাধিক দেশের ঘরোয়া লিগে সফলভাবে কাজ করেছে তারা। বিপিএলকেও আরও জনপ্রিয় করার টোটকা আছে তাদের কাছে।

তিনি বলেন, ‘আমার কাছে বিপিএলের মডেল ঠিক লাগেনি। যার কারণে সেভাবে আলোচনায় আসতে পারেনি। মূল সমস্যা সঠিক মালিক ও সঠিক খেলোয়াড় নির্বাচন। সেই সঙ্গে একটা নির্দিষ্ট সময়সূচি নির্বাচন করতে হবে যা অন্য লিগের সাথে সাংঘর্ষিক হবে না।’

ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে হেডকোয়ার্টারসহ ভারত, মালয়েশিয়া, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কায় রয়েছে তাদের অফিস।

অনিল মোহন বলেন, ‘বিসিবি আর্থিকভাবে অনেক সচ্ছল। আমি দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানসহ বিভিন্ন দেশে কাজ করেছি। তাই আমি বিপিএল সফল করা নিয়েও আশাবাদী।’

প্রশ্ন একটাই—এই আগ্রহ আর পরিকল্পনার বাস্তবায়নে কতটা প্রস্তুত বিসিবি? আর যদি সুযোগ মেলে, তাহলে হয়তো আবারও আলো ছড়াবে বিপিএল দেশের মাঠে, আর গ্লোবাল স্ক্রিনে।

সেজু