দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি নয়: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন | ছবি: সংগৃহীত
0

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বাণিজ্যিক চুক্তি হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে। তবে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো সমঝোতায় সরকার যাবে না।’

এসময় তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে শুল্ক-সংক্রান্ত আলোচনায় সরকারের পক্ষ থেকে কোনো লবিস্ট নিয়োগ করা হচ্ছে না। দেশটির বাণিজ্যমন্ত্রীকে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।’

আমন্ত্রণ পেলে বাংলাদেশের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে গিয়ে আলোচনায় অংশ নেবে বলেও জানান তিনি।

এনএইচ