মাইলস্টোন ট্র্যাজেডি: তিন শিক্ষার্থীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ | ছবি: সংগৃহীত
0

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত তিন শিক্ষার্থীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনী। নিহতদের পারিবারিক কবরস্থানে মোনাজাতে অংশ নেন বিমানবাহিনীর প্রধান। এসময় তিনি বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। আজ (শুক্রবার, ২৫ জুলাই) সকালে দিয়াবাড়ী তারারটেকে শিক্ষার্থীদের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।

আরিয়ান, বাপ্পি আর উমায়ের। যে উঠোনে কদিন আগেও ছিল প্রাণবন্ত-উচ্ছ্বল ছুটোছুটি। সে আঙিনায় এখন তাদের নিথর দেহ শায়িত।

পাশাপাশি তিন কবরে শুয়ে আছে ছোট্ট তিনটি প্রাণ। রোজকার মতোই গত সোমবার স্কুলে পা রেখেছিল তিন ক্ষুদে শিক্ষার্থী। হঠাৎ আকাশ ফুঁড়ে নেমে আসা বিমান বিধ্বস্তে প্রাণ হারান তারা।

দিয়াবাড়ী তারারটেকে তিন শিক্ষার্থীর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পরে বিমানবাহিনীর প্রধান, তার সহধর্মিণী ও বাফওয়ার সভানেত্রী সালেহা খান নিহত তিন শিশুর পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসায় যান।

এসময় নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন বিমানবাহিনী প্রধান।

ইএ