ঐকমত্য কমিশনের ২০তম দিনের বৈঠক আজ

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ
জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ | ছবি: বাসস
0

জাতীয় ঐকমত্য কমিশনের ২য় পর্যায়ের ২০তম দিনের বৈঠক শুরু হবে আজ (সোমবার, ২৮ জুলাই) কিছুক্ষণ পর। চলতি মাসেই সংস্কার ইস্যুতে আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন। এ লক্ষ্যে, জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি করেছে ঐকমত্য কমিশন। যা আজ (সোমবার, ২৮ জুলাই)-এর মধ্যেই পাঠানো হবে রাজনৈতিক দলগুলোর কাছে।

এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ২য় পর্যায়ের ১৯তম বৈঠক হয় গতকাল রোববার (২৭ জুলাই) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে। গতকালের বৈঠকে আলোচ্য সূচি নির্ধারণ করা হয় রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব এবং পুলিশ কমিশন গঠন-সংক্রান্ত প্রস্তাব।

গতকাল রোববার (২৭ জুলাই)-এর আলোচনায় দলগুলো জুলাই সনদের বিষয়ে নিজেদের প্রস্তাবনা তুলে ধরে। কমিশনে প্রস্তাবিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির সাথে প্রস্তাবনায় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা যুক্ত করতে চায় বিএনপি ও জামায়াতসহ বেশিরভাগ দল।

অন্যদিকে, বাম দলগুলো বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বহাল রাখার পক্ষে মত দিয়েছে। সংসদে নারী আসনে নির্বাচন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয় বৈঠকে। শুরুর দিকে কমিশন নারীদের সংরক্ষিত আসন বাতিল করে ৩ শ’ আসনের মধ্যে ১০০ আসনে সরাসরি নারীদের অংশগ্রহণের প্রস্তাব দেয়।

ইএ