প্রধান উপদেষ্টার সফর নিয়ে যা বললেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা | ছবি: সংগৃহীত
0

তিন দিনের রাষ্ট্রীয় সফরে শেষে গতকাল (বুধবার, ১৩ আগস্ট) দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর আগে ওই দিন সন্ধ্যায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। সেসময় তাকে স্বাগত জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।

আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) ফেসবুকে এক পোস্টে সাইফুদ্দিন নাসুশন ইসমাইল লেখেন, এই সফরের ফলাফল দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় সূচনা করবে এবং উভয় দেশের জনগণের জন্য সুফল বয়ে আনবে।

মালয়েশিয়ার পক্ষ থেকে সফরসঙ্গী মন্ত্রী হিসেবে তিনি জানান, প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। এ সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করেছে বলে উল্লেখ করেন তিনি।

তিন দিনের সফরে বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ, নতুন ধারণা বিনিময় এবং কৌশলগত ও টেকসই সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এসএস