আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) ফেসবুকে এক পোস্টে সাইফুদ্দিন নাসুশন ইসমাইল লেখেন, এই সফরের ফলাফল দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় সূচনা করবে এবং উভয় দেশের জনগণের জন্য সুফল বয়ে আনবে।
মালয়েশিয়ার পক্ষ থেকে সফরসঙ্গী মন্ত্রী হিসেবে তিনি জানান, প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। এ সফর দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করেছে বলে উল্লেখ করেন তিনি।
তিন দিনের সফরে বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ, নতুন ধারণা বিনিময় এবং কৌশলগত ও টেকসই সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।