এসময় বক্তব্যে তিনি বলেন, ‘ভঙ্গুর অর্থনীতি থেকে এখনো আমরা বের হতে পারিনি। তাই এলডিসিতে যাওয়া ভালো হবে না।’
তিনি বলেন, ‘আমাদের গ্যাস নেই, আমদানি করতে হচ্ছে।’
অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন বলেন, ‘বিশ্ব বাণিজ্যে সামনে এগিয়ে যেতে সবাই মিলে কাজ করতে হবে। চেষ্টা এমন থাকতে হবে যাতে সঠিকভাবে সামনে এগিয়ে যাওয়া যায়।’
অন্য বক্তারা জানান, তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানি পণ্যে জিএসপি প্লাসের মতো বাণিজ্য সুবিধা নেওয়া উচিত।