তিনি বলেন, ‘অনুমোদন নেয়ার ১২ ঘণ্টা পর এয়ার অ্যাম্বুলেন্সের পক্ষ থেকে ফ্লাইট সিডিউলটি বাতিল করা হয়েছে।'
তবে সিভিল এভিয়েশন বা বিএনপির পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স না আসার সঠিক কারণ পরিষ্কার করা হয়নি। ধারণা করা হচ্ছে, মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সবুজ সংকেত না থাকায় এখনই যুক্তরাজ্যে নেয়া হচ্ছে না খালেদা জিয়াকে।
আরও পড়ুন:
এদিকে আজ দুপুর ৩টা ৩০ মিনিটে প্রতিদিনের মতো এভারকেয়ারে এসেছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।
বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১০টার পর দলটির চেয়ারপারসনের সবশেষ অবস্থার ওপর মেডিকেল বোর্ড বসবে। ভার্চুয়ালি যুক্ত হবেন যুক্তরাজ্যের কয়েকজন চিকিৎসক।





