শেষ টি-টোয়েন্টির টিকিটের অর্থ মাইলস্টোনে বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের দিচ্ছে বিসিবি

বিসিবির লোগো
বিসিবির লোগো | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির টিকিট বিক্রির অর্থ মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানে হেরে যায়। তবে আগের দুই ম্যাচ জেতায় ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।

গত সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারদের এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সহায়তায় গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এ টিকেট বিক্রির অর্থ দিবে বিসিবি। 

এ ব্যাপারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বাংলাদেশে ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি আমাদের জাতির আবেগের অংশ। শোক ও স্মৃতিচারণের এ সময়ে আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে। সাম্প্রতিক ট্র্যাজেডিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য ক্ষুদ্র অবদান রাখতে পেরে বিসিবি গর্বিত। নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা রইল।’

এসএইচ