বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের ৬ ঘণ্টার আল্টিমেটাম

0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি অনুমোদিত সিরাজগঞ্জ জেলা কমিটি ৬ ঘণ্টার মধ্যে বাতিল না করা হলে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে পদবঞ্চিতরা।

আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সিরাজগঞ্জ জেলা কমিটি থেকে পদবঞ্চিত ছাত্রনেতারা। এসময় জুলাই আন্দোলনে সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব পালনকারি মুনতাসির হাসান মেহেদী, সালমান জোয়ারদার এবং রাজিয়া হুমাইয়া বক্তব্য রাখেন।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, শনিবার (৮ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির পেজে সিরাজগঞ্জ জেলা কমিটি দেওয়া হয়েছে। এই কমিটি গঠনে বৈষম্য করা হয়েছে। যারা সরাসরি আন্দোলনে জড়িত ছিল, যারা আহত হয়েছে তাদের নাম বাদ দিয়ে ৫ আগস্টের পরে যারা এসেছে তাদের দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, আগামী ৬ ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জ জেলা কমিটি বাতিল করতে হবে। কমিটি বাতিল না করা হলে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে অবরোধ করে তারা উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি পালন করবে বলো ঘোষণা দেন । এসময় সদ্য অনুমোদিত কমিটি থেকে কয়েকজন পদত্যাগেরও ঘোষণা দেন।

পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনার মুক্তির সোপানে গিয়ে শেষ হয়।

উল্লেখ ৮ ফেব্রুয়ারি রাতে সজীব সরকারকে আহ্বায়ক এবং মেহেদী হাসানকে সদস্য সচিব করে ২৮৪ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ৬ মাসের জন্য অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

সেজু