তিনি জানান, রোববার (৩ আগস্ট) বিকেলে গরু চুরি করে যমুনা নদীতে নৌকাযোগে নিয়ে যাবার সময় নৌকায় থাকা দু’জনকে গরুসহ ধরে ফেলে স্থানীয় গ্রামবাসী। এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।
মুমূর্ষু অবস্থায় রাতে দুই জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন:
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, সম্ভবত বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি করে নদীপথে আনা হচ্ছিল। পথিমধ্যে চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।