বাংলাদেশে শান্তিপূর্ণ ট্রানজিশন দেখতে চায় যুক্তরাষ্ট্র: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি: এখন টিভি
0

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ রাজনৈতিক ট্রানজিশন দেখতে চায় যুক্তরাষ্ট্র—এমন বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। আজ (রোববার, ২২ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

আমীর খসরু বলেন, ‘বৈঠকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় রাজনৈতিক অচলাবস্থার অবসান, সুষ্ঠু নির্বাচন, সংস্কার প্রক্রিয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে চলমান আলোচনা নিয়ে কথা হয়েছে। তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারিত হওয়ায় আন্তর্জাতিক অংশীদাররা এখন তাদের কূটনৈতিক পরিকল্পনা সাজাতে শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘আগামী এক মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে ব্যাপক ঐকমত্য তৈরি সম্ভব। জুলাই সনদে ভিন্নমত থাকলেও যে বিষয়গুলোতে জাতীয় ঐক্য গড়ে উঠবে, সেগুলো বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনপূর্ব পরিবেশ তৈরি হবে, এমনটিই প্রত্যাশা করছে সবাই।’

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

এনএইচ