মোহাম্মদ তাহের বলেন, ‘যারা সংস্কারকে বাধা দিচ্ছে, তারাই আসলে নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করে বাংলাদেশকে আরও ১৫ বছর পিছিয়ে দিতে চায়।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তাহের বলেন, ‘আগে সংস্কার নিশ্চিত করতে হবে। কোন দল সংস্কার মেনে নেয় বা নেয় না, সেটি এখন জনগণের দেখার বিষয় নয়।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘এই বিপ্লবের অন্যতম কেন্দ্রে ছিল ইসলামী ছাত্রশিবির। অথচ সরকারের পক্ষ থেকে তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।’
তিনি জানান, ব্যক্তিগতভাবে কোনো ক্ষমতা বা পদের অংশীদারিত্ব চান না তিনি। বরং শহিদদের সম্মান ও ন্যায্য ইতিহাস চায় বলেই কথা বলছেন।
স্বাধীনতার চেতনা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘যদি এখনই প্রয়োজনীয় সংস্কার না হয়, তবে জাতির কাছে শহিদদের সঙ্গে বিশ্বাসঘাতকতার দায় এড়ানো যাবে না।’