বিশ্বজুড়ে চলছে এআই এর জয়জয়কার। স্মার্টফোন থেকে শুরু করে ক্রমশ সব ডিভাইসেই যুক্ত হচ্ছে এআই সুবিধা। এবার দেশের বাজারে এআই টেকনোলজির টিভি নিয়ে এলো স্যামসাং।
স্যামসাং এর ২০২৫ সালের সিরিজের লাইনআপে কিউএলইডি, ওএলডি, ইউএইচডি, এফএইচডি ও এইচডি এই পাঁচটি মডেলে সর্বোচ্চ ৮৫ ইঞ্চি ও সর্বনিম্ন ৩২ ইঞ্চির টিভি রয়েছে। এবারের সিরিজের মধ্য দিয়েই প্রথমবারের মতন যুক্ত করা হয়েছে মোস্ট অ্যাডভান্সড ভিশন এআই। যার ফলে গ্রাহক পাবেন এআই আপস্কেলিং, এআই পিকচার, এআই অ্যাডাপ্টিভ সাউন্ড প্রো ও এআই এনার্জি মোডের মতন ফিচার।
আরও পড়ুন:
এছাড়াও জেনারেটিভ ওয়ালপেপার, ইউনিভার্সাল জেশ্চার, গ্লেয়ারফ্রি ডিসপ্লে, আর্ট স্টোর, স্যামসাং নক্স সিকিউরিটির এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা ও স্মার্ট থিংসের মাধ্যমে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সুবিধা পাওয়া যাবে স্যামসাং এর ২০২৫ সালের টিভি সিরিজে।
স্যামসাং বাংলাদেশের ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রোডাক্ট প্ল্যানিং, কনজ্যুমার ইলেকট্রনিকস) শরীফুল ইসলাম বলেন, ‘ভোক্তাদের চাহিদা, চিন্তা এবং জীবনযাপনকে আরও স্বাচ্ছ্যন্দময় করার জন্য ভিশন এআই এর প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এটি শুধু একটি সংখ্যা না। বরং আপনার টিভি আপনাকে বিনোদন এবং আরও অন্যান্য স্মার্ট বিষয়গুলোকে একত্রে মনিটরিং এবং কন্ট্রোল করার জন্য কাজ করবে।’